
আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় সিসি ক্যামেরা নিয়ে এক তরুণী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। ওই পাক তরুণী জানান, মাথায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন তার বাবা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কাদের সঙ্গে মেলামেশা করছেন সব কিছুর ওপর নজর রাখছেন তার বাবা।
কিন্তু কেন এই পদক্ষেপ? উত্তরে তরুণী বলেন, ‘বাবার সিদ্ধান্তে আমি খুশি। আমার সুরক্ষার কথা চিন্তা করেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই আমি বাবাকে বাধা দিইনি।’
ওই তরুণী আরও জানান, সম্প্রতি করাচিতে এক নারীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এখন কেউ সুরক্ষিত নন। ওই নারীর সঙ্গে যা হয়েছে, তা তার সঙ্গেও হতে পারে। এই ঘটনা দেখে তার বাবার মনেও ভয় তৈরি হয়। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তার বাবা এই সিদ্ধান্ত নেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘নেক্সট লেভেল সিকিউরিটি’। আরেকজন লিখেছেন, ‘এত বেশি ডিজিটাল হওয়ার দরকার ছিল না’।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মিন্ট
কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৫২