
স্পোর্টস ডেস্ক : গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্বকাপ ফুটসালে নিজেদের প্রথম খেলায় ব্রাজিল ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে কিউবাকে। ২৪ দলের এই টুর্নামেন্টে ব্রাজিল আছে গ্রুপ ‘বি’তে।
বুখারা স্পোর্টস কমপ্লেক্স মাঠে কিউবাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। হ্যাটট্রিক করে গোল উৎসবে নেতৃত্ব দেন উইঙ্গার মার্সেল ও মার্লন। এছাড়াও গোল করেন নেগুইনহো, ফেলিপে ভ্যালেরিও, পিটো এবং আর্থার। দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা হয়েছেন মার্সেল।
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি ২০ সেপ্টেম্বর মাঠে গড়াবে।

গ্রুপ ‘বি’তে ব্রাজিল ও কিউবা ছাড়াও আছে ক্রোয়েশিয়া এবং থাইল্যান্ড। এই গ্রুপের অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।
এদিকে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’তে আছে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে ইউক্রেন ছাড়াও আছে আফগানিস্তান ও অ্যাঙ্গোলা। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নকআউট পর্বে জায়গা করে নেবে।
কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৫২