ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মিয়ানমারে ঝড়-বন্যায় প্রাণহানি বেড়ে ৭৪

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ - ১০:৫১:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭৪ জন। সে সময় পর্যন্ত নিখোঁজ ছিলেন অন্তত ৮৯ জন। নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলেও জানানো হয় প্রতিবেদনে। এশিয়ায় চলতি বছর সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনাম ও থাইল্যান্ডে শত শত মানুষের প্রাণহানি হয়েছে। 

 এক সরকারি হিসেব মতে, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এই চারটি দেশে ঘূর্ণিঝড় ইয়াগি ও এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার মৃতের সংখ্যা ৩৩ জানিয়েছিল। এছাড়া সরকার আরও জানিয়েছে বন্যায় প্রায় ৫টি বাঁধ ধ্বংস হয়েছে। ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫ হাজারের বেশি বাড়ি।  

২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অশান্তি চলছে। 
এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, ঝড়ে প্রধানত রাজধানী নেপিদো, সেইসাথে মান্দালে, ম্যাগওয়ে এবং বাগো অঞ্চলের পাশাপাশি পূর্ব ও দক্ষিণের শান রাজ্য, মোন, কায়াহ এবং কায়িন রাজ্যগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মিয়ানমারের কর্তৃপক্ষ বাস্তুচ্যুত মানুষের জন্য ৮২টি ত্রাণ শিবির খুলেছে। এছাড়া থাইল্যান্ডের আবহাওয়া অফিস মেকং নদীর তীরবর্তী প্রদেশগুলিতে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে।
 
এর আগে বন্যা পরিস্থিতি সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছিলেন মিয়ানমারের জান্তাপ্রধান। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad