ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

আরও তিন জিম্মি হত্যার কথা স্বীকার করল ইসরাইল

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ - ১০:৩০:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের নাগরিকদের হত্যার পর ইসরাইলি বাহিনীর এমন স্বীকারোক্তি এটাই প্রথম নয়। এ ঘটনার পরের মাসে অর্থাৎ গত বছরের ডিসেম্বর মাসে গাজায় হামাসের হাতে বন্দি তিন জিম্মিকে হত্যার কথা কথা স্বীকার করে ইসরাইলি বাহিনী।

হত্যাকাণ্ডের কয়েকদিন পর পর ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি যোদ্ধা ভেবে ‘ভুল করে’ তাদের হত্যা করে ইসরাইলি সেনারা। এ ঘটনায় তখন বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
 
নিহত ওই তিন ইসরাইলি জিম্মির নাম যথাক্রমে ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬)। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
ঘটনার সময় ওই তিন জন তাদের গায়ের জামা খুলে ফেলেছিল। একজনের হাতে ছিল সাদা পতাকা। পতাকা নাড়ানোর পরও গুলি তাদের গুলি করা হয়। ইসরাইলের সেনাবাহিনী এই সাদা পতাকার কথাও স্বীকার করে।
 
জিম্মি মুক্তির দাবিতে ইসরাইলের রাজধানী তেল আবিবে টানা কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড বিক্ষোভ চলছে। এর মধ্যে শনিবার (১৫ সেপ্টেম্বর) আরও তিন জিম্মি হত্যার কথা স্বীকার করল ইসরাইল। এতে বিক্ষোভ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
 
চলতি মাসের শুরুর দিকে গাজা থেকে আরও ছয় জিম্মির লাশ উদ্ধার করে ইসরাইলি সেনারা। ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, হামাস তাদের হত্যা করেছে। তবে হামাস বলছে, ইসরাইলি হামলায় নিহত হয়েছে তারা। ওই ছয় ইসরাইলির লাশ উদ্ধারের পর থেকেই ইসরাইলে বিক্ষোভ চলছে। 
 
খবরে বলা হয়েছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা তেল আবিবে সেনা সদরদফতর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে জড়ো হয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন। 
 
যুদ্ধ-বিধ্বস্ত গাজার বিভিন্ন অঞ্চলে বন্দী প্রায় ১০০ জনকে ফিরিয়ে আনতে গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানায় তারা। বিক্ষোভে অংশ নেয়া বন্দীদের পরিবার জানিয়েছে, বন্দীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কর্মকাণ্ডে তারা হতাশ। 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২৫

▎সর্বশেষ

ad