ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

একই কাজ করি, কিন্তু প্রেমিক এক লাখ গুণ বেশি আয় করে

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ - ১০:১৬:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডের নারী ফুটবলার অ্যালিসা লেম্যান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নারী ফুটবলারদের একজন। য়্যুভেন্তাসে খেলা লেম্যানকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফুটবলার হিসেবে গণ্য করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১৭ মিলিয়ন ফলোয়ার তাকে ফলো করেন।

লেম্যানের আরেকটি পরিচয়, তিনি ব্রাজিলের তারকা ফুটবলার ডগলাস লুইজের প্রেমিকা। ফুটবলার কাপলদের  মধ্যে তারাই সবচেয়ে জনপ্রিয়। এতো তারকাখ্যাতি ও পরিচিতির মধ্যেও ফুটবল জগতের একটি বিষয় হতাশ করেছে লেম্যানকে। পুরুষ ও নারী ফুটবলারদের বেতনের আকাশ-পাতাল পার্থক্য কিছুতেই মেনে নিতে পারছেন না এই সুইস ফুটবলার।

এই মৌসুমে অ্যাস্টন ভিলা থেকে য়্যুভেন্তাসে যোগ দিয়েছেন অ্যালিসা লেম্যান। ছবি: সংগৃহীত

 

বেতনের পার্থক্যটা বোঝাতে লেম্যান টেনে এনেছেন তার প্রেমিক ডগলাস লুইজের সঙ্গে তার বেতনের পার্থক্যকে। চলতি মৌসুমে য়্যুভেন্তাসে যোগ দেয়ার আগে  দুজনই খেলতেন প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায়। ২০১৯ সাল থেকে ২০২৪ এর জুন পর্যন্ত অ্যাস্টন ভিলায় খেলেছেন ডগলাস। অন্যদিকে লেম্যান খেলেছেন ২০২১ সাল থেকে। দুজনের বেতন বৈষম্য নিয়ে লেম্যান বলেন, ‘প্রায়ই অনুশীলন শেষে আমি ডগলাসকে (লুইজ) বলি, এটা (বেতন পার্থক্য) অন্যায্য।’

লা রিপাবলিকাকে তিনি আরও বলেন, ‘আমরা একই কাজ করি, কিন্তু সে (ডগলাস লুইজ) আমার চেয়ে এক লাখ গুণ বেশি আয় করে থাকে।’ 
লেম্যান মনে করেন দ্রুতই এই বৈষম্য দূর হবে। নারীদের খেলার ক্ষেত্র আরও প্রসারিত হবে এবং পুরুষ ও নারীর আয়ে সাম্য আসবে। তিনি বলেন, এটা এমন একটা বিষয়, যা আমাকে ভোগায় কারণ আমি একজন নারী।’

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad