ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কলমাকান্দায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৪ - ০৭:৩৮:০৭ পিএম

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাদে পোগলা গ্রামের সোহাগ মিয়া(৩৫) ও তাঁর বাবা- মার বিরুদ্ধে স্ত্রী মোছাঃ হলুদা আক্তারকে (২৭) যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলুদা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনাল নেত্রকোনায় মামলা করেন। বিষয়টি গতকাল মঙ্গলবার নেত্রকোনায় সাংবাদিকদের বিষয়টি জানান হলুদা আক্তার।

অভিযোগে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের শ্যামপুর গ্রামের সেকান্দর মিয়ার মেয়ে মোছাঃ হলুদা আক্তারের সাথে গত ২০১৪ সালের ১০ এপ্রিল একই উপজেলার হোগলা ইউনিয়নের বাদে হোগলা গ্রামের মঞ্জু মিয়ার ছেলেসোহাগ মিয়ার ৮০,০০০/- টাকা মহরানা ধার্য করে নিয়ে হয়। এরই মধ্যে তাদের সংসারে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তানদের জন্মের পর থেকেই স্বামী সোহাগ মিয়া স্ত্রী হলুদা আক্তারকে অবহেলা করতে থাকে। সম্প্রতি বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এতে সোহাগের বাবা মঞ্জু মিয়া, মা মঞ্জুরা খাতুন ইন্দন যোগায়। যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সন্তানদের কথা চিন্তা করে হলুদা নিরবে সব কিছু সহ্য করতেন। গত ২৬ ফেব্রুয়ারী সোহাগ মিয়া বাবা- মার সহযোগিতায় হলুদাকে মারপিট করে বাবার বাড়িতে রেখে যায়। পরদিন তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় হলুদা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনাল নেত্রকোনায় মামলা করেন।

 

কিউটিভি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad