ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

কলমাকান্দায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৪ - ০৭:৩৮:০৭ পিএম

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাদে পোগলা গ্রামের সোহাগ মিয়া(৩৫) ও তাঁর বাবা- মার বিরুদ্ধে স্ত্রী মোছাঃ হলুদা আক্তারকে (২৭) যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলুদা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনাল নেত্রকোনায় মামলা করেন। বিষয়টি গতকাল মঙ্গলবার নেত্রকোনায় সাংবাদিকদের বিষয়টি জানান হলুদা আক্তার।

অভিযোগে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের শ্যামপুর গ্রামের সেকান্দর মিয়ার মেয়ে মোছাঃ হলুদা আক্তারের সাথে গত ২০১৪ সালের ১০ এপ্রিল একই উপজেলার হোগলা ইউনিয়নের বাদে হোগলা গ্রামের মঞ্জু মিয়ার ছেলেসোহাগ মিয়ার ৮০,০০০/- টাকা মহরানা ধার্য করে নিয়ে হয়। এরই মধ্যে তাদের সংসারে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তানদের জন্মের পর থেকেই স্বামী সোহাগ মিয়া স্ত্রী হলুদা আক্তারকে অবহেলা করতে থাকে। সম্প্রতি বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এতে সোহাগের বাবা মঞ্জু মিয়া, মা মঞ্জুরা খাতুন ইন্দন যোগায়। যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সন্তানদের কথা চিন্তা করে হলুদা নিরবে সব কিছু সহ্য করতেন। গত ২৬ ফেব্রুয়ারী সোহাগ মিয়া বাবা- মার সহযোগিতায় হলুদাকে মারপিট করে বাবার বাড়িতে রেখে যায়। পরদিন তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় হলুদা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনাল নেত্রকোনায় মামলা করেন।

 

কিউটিভি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad