ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বন্যার পানি দিয়ে অজু করা যাবে?

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ - ০৭:৫৬:৪৬ পিএম

ডেস্ক নিউজ : মহান আল্লাহ মানুষের পূতপবিত্র জীবনযাপন পছন্দ করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে নবী পরিবার! আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ (সুরা আহজাব: ৩৩)।

প্রাকৃতিক বন্যা সাধারণত বৃষ্টি ও নদীর পানি থেকে হয়ে থাকে। এই দুই উৎসের পানি যেহেতু পবিত্র, তাই এ পানি থেকে নাপাকি দূরীকরণ ও পবিত্রতা অর্জন করা জায়েজ। (বাদায়েউস সানায়ে: ১/১৫)
 
স্রোতের পানিতে যদিও নাপাকির সংমিশ্রণ থাকে, কিন্তু পানির রং, ঘ্রাণ বা স্বাদে কোনো পরিবর্তন না আসলে তা দিয়ে পবিত্রতা হাসিল করা জায়েজ। কিন্তু যদি অতি পরিমাণ নাপাক বস্তু মিশ্রিত হয়ে পানির গুণ বা স্বাভাবিকতা নষ্ট করে দেয় তাহলে তা নাপাক হয়ে যাবে। (ফতোয়ায়ে আলমগিরি: ১/১৬-১৭)
 
মাটি বা অন্যকোনো পবিত্র বস্তু মিশ্রিত হয়ে যদি পানিকে অতিরিক্ত ঘোলা করে দেয়, যার দরুন স্বাদ, রং, ঘ্রাণ– পানির এই তিনটি গুণের কোনো একটিতে পরিবর্তন আসে, অথবা পানির স্বাভাবিক তরলতা ও প্রবহমানতা নষ্ট হয়ে যায়, তাহলে সেই পানি খোদ পাক থাকবে বটে, কিন্তু তা দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া: ১/২১)
 
বন্যার পানি যখন পবিত্রতা অর্জনের অনুপযোগী হয়ে যাবে এবং পবিত্রতা অর্জনের জন্য পবিত্র পানির ব্যবস্থাও না হবে, তখন তায়াম্মুমের মাসয়ালা চলে আসবে। অর্থাৎ সে তখন মাটি, পাথর, চুনা বা দেয়াল ইত্যাদি থেকে তায়াম্মুম করে নামাজ আদায় করে নিবে।
 
তবে যদি তায়াম্মুম করার মতোও কিছু না থাকে তাহলে সে পবিত্রতা অর্জন ছাড়াই নামাজি ব্যক্তির সাদৃশ্য গ্রহণ করে নামাজ আদায় করবে এবং পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে সেই নামাজ কাজা আদায় করে নিবে।
 
বন্যার পানি যেহেতু বিভিন্ন রোগ-জীবাণু বহন করে থাকে, যা স্বাস্থ্যে জন্য ক্ষতিকর, তাই একেবারে নিরুপায় অবস্থা ছাড়া বন্যার পানি পান করা জায়েজ হবে না। কেননা শরিয়তে অন্যের ক্ষতি সাধন যেমন নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তেমনি ‘ইচ্ছাকৃত’ নিজের ক্ষতি করাও নিষিদ্ধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ঠেলে দিয়ো না।’ (সুরা বাকারা: ১৯৫)

 

 

কিউটিভি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

▎সর্বশেষ

ad