ডেস্ক নিউজ : পূর্বঘোষিত ‘রেজিস্ট্যানস উইক’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নগরী ও জেলার বিভিন্ন স্থানে অবস্থান, মিছিল ও সমাবেশের আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দলে দলে শিক্ষার্থী নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বড় ধরনের সমাবেশে পরিণত হয় এ কর্মসূচি। এ সময় সড়কে শিক্ষার্থীদের উপস্থিতির কারণে ব্যাহত হয় যান চলাচল। সমাবেশে শিক্ষার্থীরা একের পর এক বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ছিনিয়ে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। বিদেশে বসে কেউ কেউ পাল্টা অভ্যুত্থান ঘটানোর স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন পূরণ হবে না। ছাত্র-জনতা এখনো রাজপথে আছে থাকবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদের দিন শেষ হয়ে গেছে। ছাত্র হত্যায় জড়িত ও ইন্ধনদাতা সবার বিচার করতে হবে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। ‘প্রতিবিপ্লব ঠেকিয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ‘আমাদের বিপ্লব, চলছে চলবে’, ‘হাসিনার ফাঁসি চাই, দিতে হবে’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে কোতোয়ালি ও বাকলিয়া থানা বিএনপি সকালে নগরীর কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে মিছিল বের করে। এ সময় ওই এলাকায় সমাবেশও অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচার করতে হবে। হাসিনা ও তার দোসররা লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিকালে নগর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। নগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
কিউটিভি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪০