ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আন্দোলনে ভাঙচুর ও লুটপাটে চসিকের ক্ষতি চার কোটি টাকা

Ayesha Siddika | আপডেট: ১২ আগস্ট ২০২৪ - ১১:৪০:৪৬ পিএম

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২টি কাউন্সিলর কার্যালয়ে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সোমবার (১২ আগস্ট) পর্যন্ত এসব ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে চসিক। এতে চার কোটি টাকা ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

চসিক সূত্র বলছে, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় আছে মোট ৫৫টি। এর মধ্যে ৩২টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড। সেখানে এক কোটি ৫৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ক্ষতি হয়েছে দেড় কোটি টাকা।

ক্ষতির তথ্যটি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চসিকের ৩২টি কাউন্সিলর অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় আজ পর্যন্ত পাওয়া তথ্যে একটি ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যা প্রায় চার কোটি টাকা ৩১ লাখ টাকার।

নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম, রাজস্ব বিভাগের কার্যক্রম চালু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ নাগরিকদের চিকিৎসাসেবা দিচ্ছে। দ্রুতই নাগরিক সেবা পূর্বাবস্থায় ফেরাতে কাজ চলছে।

 

 

কিউটিভি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১১:৩৮

▎সর্বশেষ

ad