ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

বিশ্বকাপে ব্যর্থ বাবরের প্রশংসায় মুশতাক!

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২৪ - ০৮:৩৪:৫৯ পিএম
স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে খুব ছন্দে ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টিতে রোহিত শর্মা, কুইন্টিন ডি ককরা ঝড়ো ব্যাটিং করেছেন, সেই তুলনায় বাবর কিছুই করে দেখাতে পারেননি।৪ ম্যাচে বাবর ব্যাট করেছেন একশর সামান্য বেশি স্ট্রাইকরেটে; যা একেবারেই টি-টোয়েন্টি সুলভ নয়। এরপরও পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ মনে করেন, ব্যাটিংয়ে ধরন পাল্টেছে বাবরের। আগের চেয়ে নাকি এখন আগ্রাসনও দেখা যাচ্ছে!

বিশ্বকাপের ৪ ম্যাচে বাবরের ব্যাট থেকে এসেছে ১২২ রান। ফিফটি নেই একটিও। ধীর ব্যাটিংয়ের জন্য বাবর সমালোচিত হচ্ছেন অনেক দিন ধরে। তবে মুশতাকের দাবি, বাবর যথেষ্ট পরিবর্তন করেছেন নিজেকে। 

ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপে করাচিতে মুশতাক বলেন, ‘বাবরের ব্যাটিংয়ের ধরন আগের চেয়ে অনেক বেশি পাল্টেছে। তার ব্যাটিংয়ে আগ্রাসন দেখা যাচ্ছে। একজন ব্যক্তি যদি এতটা পরিবর্তন করতে পারেন, আমার মনে হয় এটা যথেষ্ট।’

তিনি বলেন, ‘অন্য খেলোয়াড়দের দলে ভূমিকা আছে, তাদেরও রান করার দায়িত্ব আছে। যদি একজন রান করে এবং বাকিরা শেষ ৭-৮ ওভারে রান করতে না পারে সেটা সমস্যা। এটাই গত তিন-চার বছর ধরে হয়ে আসছে। তারা তখনই রান করে যখন এটা মূল্যহীন হয়ে পড়ে।’

বাবরকে নিয়ে সমালোচনাকে অপ্রত্যাশিত বলছেন মুশতাক। পুরো বিশ্বের মানুষ যাকে সম্মান করে, তার প্রতি বিদ্রূপ করা অনুচিত বলছেন তিনি।

‘আমরা যদি শুধু বাবরকে নিয়ে কথা বলি, তাকে পুরো বিশ্বের সবাই সম্মান করে, যার নিশ্চয়ই কারণ আছে। সে পাকিস্তানের জন্য সম্মান বয়ে আনে। মাঝে-মধ্যে মানুষ তার ওপর বেশিই চড়াও হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মুশতাক। তার অধীনে লেগ স্পিনার রিশাদ হোসেনের সাফল্য দেখেছে বাংলাদেশ। বিশ্বকাপ শেষে মুশতাকের সঙ্গে চুক্তি শেষ বিসিবির। তার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 

কিউটিভি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ৮:৩৪
▎সর্বশেষ

ad