ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শার্শায় আবারো কৃষকের দুই গরু চুরি

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৪ - ০৮:৫০:৫৬ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা আবারো এক রাতে কৃষকের দুই গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাতে শার্শার দক্ষিন বুরুজবাগান পশ্চিম পাড়া গ্রামে। চুরি যাওয়া গরুর মালিক দক্ষিন বুরুজবাগান পশ্চিম পাড়া গ্রামের মৃত মিরাজ হোসেনের ছেলে কৃষক গোলাম মোস্তফা বলেন ২জুলাই মঙ্গলবার রাতের কোন এক সময় তার আধাপাকা গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা তার হাল চাষের লাল রংয়ের বড় বড় দুটি দামড়া গরু চুরি করে নিয়ে গেছে।

গরু দুটির আনুমানিক মুল্য প্রায় ৫ লক্ষ টাকা। কৃষকগোলামমোস্তফা বলেন তার এই গরু দিয়ে অন্যেও জমিতে চাষ করে সংসার চালাতো। সামনে আমন মৌসুম শুরুর আগেই তার হালের গরু দুটি চুরি হওয়ায় সে ভেঙ্গে পড়েছে। গোলাম মোস্তফা বলেন এই মুহুর্তে তার পক্ষে নতুন করে এক জোড়া চাষের গরু কেনা সম্বব না ।

এ ব্যাপারে প্রতিবেশি আব্দুল অহেদ বলেন আমনমৌসুম শুরুর আগেই কৃষক গোলাম মোস্ফার হালের গরু চুরি হওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad