ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয় ও রিশাদের

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৮:২৭:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে জায়গা পাওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন তাওহীদ হৃদয়। সাম্প্রতিককালে সাদা বলে বাংলাদেশের ব্যাটিং অনেকটা একাই টানছেন হৃদয়। ভালো পারফরম্যান্সের  ছাপ পড়ছে র‍্যাঙ্কিংয়ে তার দ্রুত উন্নতিতে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার সুবাধে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন হৃদয়। ৩২ ধাপ এগিয়ে এখন ২৭ নম্বরে হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে এখন তিনিই। অন্যদিকে, বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

গত সপ্তাহে ৫৯ নম্বর স্থানে থাকা হৃদয় পেছনে ফেলেছেন লিটন দাসকে। এতদিন বাংলাদশিদের মধ্যে সেরা অবস্থানে ছিলেন লিটনই। বাজে ফর্মের সঙ্গে লড়তে থাকা এই উইকেটকিপার ব্যাটারের ফের অবনমন হয়েছে। ২ ধাপ পিছিয়ে ৪১ নম্বরে আছেন লিটন। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন ৬ ধাপ। ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৪৯ নম্বরে আছেন শান্ত। অবনতি হয়েছে সাকিব আল হাসানেরও। টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে যাওয়া সাকিব ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন ৫ ধাপ।

৮৪ নম্বরে আছেন সাকিব। তবে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ধাপ এগিয়ে ৭২ নম্বরে উঠেছেন রিয়াদ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শান্তর। ১০ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন টাইগার দলপতি। টি-টোয়েন্টির মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন হৃদয়। ১২ ধাপ এগিয়ে ওমানের আয়ান খানের যৌথভাবে ৭৬ নম্বরে আছেন তিনি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও অবনতি অব্যাহত লিটন-সাকিবের অবনতি। পাঁচ ধাপ পিছিয়ে ৬০ নম্বরে নেমে গেছেন লিটন, সাকিব ২ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে। জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল পিছিয়েছেন ৪ ধাপ। আছেন ৬৭ নম্বরে।

এদিকে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন কাটার মাস্টার। আরেক পেসার তাসকিন আহমেদ ৮ ধাপ এগিয়ে উঠেছেন ১৯ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হওয়া রিশাদ হোসেনও দারুণ উন্নতি করেছেন। ২৪ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন রিশাদ। অন্যদিকে ৬ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/রাত ৮:২৫

▎সর্বশেষ

ad