ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কুয়েতে আগুন লাগা ভবনটিতে থাকতেন শ্রমিকরা, মৃত বেড়ে ৪১

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৭:২৬:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (১২ জুন) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে দগ্ধ প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের মধ্যেও চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমরা গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। আমাদের রাষ্ট্রদূত ক্যাম্পে গেছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’ 

কুয়েতে ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর খুলেছে এবং বলেছে, ‘কিছু ভারতীয় এই অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছেন এবং দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।’ 

জয়শঙ্কর আরও বলেছেন, ‘যারা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহায়তা দেবে।’  

স্থানীয় একজন সিনিয়র পুলিশ কমান্ডারের বরাত দিয়ে রয়টার্স বলেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তাদের অনেককে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস না নিতে পেরে অনেকের মৃত্যু হয়েছে।শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তারা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত না জানিয়েই ওই কর্মকর্তা বলেন, ‘আবাসনে একসঙ্গে অনেক বেশি শ্রমিককে না রাখার জন্য আমরা সবসময়ই সতর্ক করে আসছি।’ 


শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ এর কারণ অনুসন্ধান করছে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad