
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (১২ জুন) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে দগ্ধ প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের মধ্যেও চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমরা গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। আমাদের রাষ্ট্রদূত ক্যাম্পে গেছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’
জয়শঙ্কর আরও বলেছেন, ‘যারা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহায়তা দেবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ এর কারণ অনুসন্ধান করছে।
কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২১