ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে বিদায় নিশ্চিত বাবরদের

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৭:১৯:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (বুধবার) ভোরের শ্রীলঙ্কা-নেপাল ম্যাচসহ এ নিয়ে দুটি ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। এদিকে রাতে যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচেও সম্ভাবনা আছে বৃষ্টি বাঁধার। এই ম্যাচটি ভেস্তে গেলে দল দুটির অবশ্য খুব একটা ক্ষতি হবে না, তবে স্বপ্নভঙ্গ হবে পাকিস্তানের। কেননা রাতের ম্যাচটিতে যুক্তরাষ্ট্র-ভারত পয়েন্ট ভাগাভাগি করলে গ্রুপপর্বেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাবর আজমের দলের। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

ম্যাচ যখন শুরু নিউইয়র্কে স্থানীয় সময় তখন সকাল ১০টা ৩০ মিনিট। আবহাওয়ার পূর্বাভাস জানানোর ওয়েবসাইট অ্যাকুওয়েদার অনুযায়ী, সেখানে সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে ৪০ শতাংশ। এরপর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত তা নেমে দাঁড়াবে ১৪ শতাংশে। এতেই পুরো ম্যাচজুড়েই বৃষ্টি বাঁধা আসতে পারে এবং পরিস্থিতি বিবেচনায় পরিত্যক্ত হতেও পারে ম্যাচটি। 

ভারত ও যুক্তরাষ্ট্র আসরের নিজেদের শুরুর দুই ম্যাচেই জিতেছে। এতে আজকের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে তাদের পয়েন্ট থাকবে সমান ৫। এদিকে আসরের শুরুর দুই ম্যাচে হেরে পয়েন্টের খাতা এখনো খুলতেই পারেনি পাকিস্তান। তাই তখন পরের দুই ম্যাচে বাবররা জিতলেও গ্রুপ ‘এ’- থেকে নিশ্চিতভাবে পরের রাউন্ডে যাবে ভারত ও যুক্তরাষ্ট্র। তাই আজকের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা আগেই বেজে যাবে বাবর-শাহিনদের। 

আসরের নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৭ উইকেটে হেরে অঘটন ঘটিয়েই আসর শুরু করেছিল পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কেবল ১১৯ রান আটকে দিলেও সেই ম্যাচে ৬ রানে হেরে যায় বাবররা। এতেই তাদের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা গিয়েছেন কঠিন সমীকরণে। বাকি দুটি ম্যাচে জয় ছাড়াও তাই গ্রুপের অন্যান্য ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। 

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad