ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নারী কর্মীদের জড়িয়ে ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Anima Rakhi | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৬:৪০:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তার প্রতিষ্ঠানে চাকরি করতে আসা একাধিক তরুণী। তাদের মধ্যে একজন ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সে ইন্টার্ন করতে এসেছিলেন।

জানা গেছে, ইলন মাস্ক দুই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। অন্য আরেক তরুণী বলেছেন, ইলন মাস্ক তাকে তার বাচ্চা জন্ম দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এ খবর নিয়ে তোলপাড় চলছে পশ্চিমা দুনিয়ায়।

গণমাধ্যমের প্রতিবেদনে দু’জন নারীকে উদ্ধৃত করা হয়েছে। তারা ইলন মাস্কের টেসলা নামের প্রতিষ্ঠানে চাকরি করতেন। তারা বলেছেন, ইলন মাস্ক তাদের দিকে অস্বাভাবিক মনোযোগ দিতেন। তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। এর মধ্যে একজন আছেন ইন্টার্ন। অন্যজন কর্মচারী। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি বিষয়ক বিলিয়নিয়ার ইলন মাস্ক তার স্পেসএক্স এবং টেসলা- উভয় কোম্পানিতে একটি সংস্কৃতি তৈরি করেছেন। সেই পরিবেশে নারী কর্মীরা অস্বস্তিকর অবস্থায় পড়েন।

ইলন মাস্কের বিরুদ্ধে এটা সর্বশেষ অভিযোগ। এর আগে তার বিরুদ্ধে একগাদা অভিযোগ উঠেছে। তার মধ্যে আছে- তিনি নিয়মিত এলএসডি, কোকেন, উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ, মাশরুম এবং কেটামিনসহ বিভিন্ন রকম ড্রাগ ব্যবহার করেন। পরিচালনা পরিষদের সদস্যদের সামনেই কাজের ভিতর এমনটা করতেন তিনি। এর আগে স্পেসএক্সের প্রধান মাস্ক কর্মক্ষেত্রে অনুপযুক্ত পরিবেশ সৃষ্টি করার অভিযোগ আছে। সেখানে এমন সব কৌতুক করা হতো যে, যৌন হয়রানি ছিল একটি সাধারণ বিষয়। পুরুষ বা অন্য কর্মীদের তুলনায় নারীদের বেতন দেওয়া হতো কম। যারা এটা নিয়ে অভিযোগ করতেন, তাদেরকে চাকরিচ্যুত করা হতো।

সাবেক ওই নারী কর্মীরা বলেছেন, ইলন মাস্ক কর্মক্ষেত্রে যৌন উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করতেন। সেখানে যৌনতা নিয়ে মন্তব্য করা হতো। যৌন হয়রানি করা হতো। তা সহ্য করে নিতো অন্যরা। স্পেসএক্সের একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট অভিযোগ করেছেন, ইলন মাস্ক একজন নারী কর্মীর সামনে নিজে উন্মুক্ত হন এবং যৌনতার বিনিময়ে তাকে ২০১৬ সালে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব দেন। ২০১৩ সালে স্পেসএক্স থেকে পদত্যাগ করেছেন এমন আরেকজন নারী বলেন, বহুবার ইলন মাস্ক তার সন্তান ধারণ করার প্রস্তাব দিয়েছেন তাকে। বিলিয়নিয়ার মাস্কের কমপক্ষে ১০টি সন্তান আছে। 

মাস্ক বলেন, বিশ্বে জনসংখ্যা কমে যাচ্ছে। এটা একটা সংকট। এ অবস্থায় উচ্চ মাত্রার আইকিউ সম্পন্ন মানুষের প্রয়োজন। স্পেসএক্সে কাজ করা একজন নারী বলেছেন, বারবার তাকে রাতের বেলা নিজের বাসায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইলন মাস্ক। এমন আমন্ত্রণ জানিয়ে তিনি ওই নারীকে একাধিক টেক্স ম্যাসেজ পাঠান। জবাবে পরেরদিন সকালে ওই নারী ইলন মাস্ককে ম্যাসেজে লেখেন, ওহ ম্যান, দুঃখিত। আমি ততক্ষণে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমি অনেকদিন গভীর রাতে ঘুমিয়েছি। কিন্তু তা পরিবর্তন করার চেষ্টা করছি। কারণ, এটাকে আমার জন্য যুৎসই মনে হচ্ছে না।

তবে এমন রিপোর্টকে স্পেসএক্স এবং ইলন মাস্কের আইনজীবীরা রাবিশ বলে তা প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, এই রিপোর্টে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা অসত্য। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

কিউটিভি/অনিমা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪১

▎সর্বশেষ

ad