ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নিলামে উঠছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৭:০৪:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআইয়ের কাছে পত্রিকা দুটির মালিকানা হস্তান্তর হওয়ার কথা থাকলেও, চলতি বছরের জানুয়ারিতে তাতে আপত্তি জানায় ব্রিটিশ সরকার। নিয়ম করা হয়, কোনো বিদেশি রাষ্ট্র যুক্তরাজ্যের সংবাদপত্র ও সংবাদ সাময়িকীর মালিকানায় আসতে পারবে না।

রেডবার্ড বলেছে, তারা টেলিগ্রাফের মালিকানা গ্রহণ বন্ধ করে পত্রিকা দুটিকে বিক্রির জন্য নিলামে তুলবে। আর বিনিয়োগকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের জন্য এখন আর টেলিগ্রাফের মালিকানা ‘লাভজনক নয়’। 
 
যৌথভাবে সংবাদপত্র গোষ্ঠীটিকে বিক্রির জন্য নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ান ও মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বেডবার্ড ক্যাপিটাল পার্টনারসের অংশীদারত্বে গঠিত রেডবার্ড আইএমআই।
 
গত ডিসেম্বরে টেলিগ্রাফের দুটি সংবাদপত্র ও স্পেকটেটর ম্যাগাজিনের নিয়ন্ত্রণ নেয় রেডবার্ড আইএমআই। টেলিগ্রাফের মালিক বারক্লে পরিবারের সব ঋণ শোধ করে দেয় রেডবার্ড।

তবে রেডবার্ড আইএমআই নিশ্চিত করেছে, ব্রিটিশ সরকার বিদেশি রাষ্ট্র বা ব্যক্তির মালিকানায় যুক্তরাজ্যের পত্রিকা থাকার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, সে কারণেই তারা পত্রিকাগুলোর মালিকানা ছাড়ছে। 

 
রেডবার্ড আইএমআইয়ের ৭৫ শতাংশ অর্থায়ন আরব আমিরাতের। অতীতে ‘সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ’ করার জন্য দেশটির সমালোচনা করেছে পশ্চিমারা। মূলত এ উদ্বেগ থেকেই ব্রিটিশ সরকার পত্রিকার মালিকানা-সংক্রান্ত নিয়মটি করে।
 
ডেইলি মেইল ও জেনারেল ট্রাস্ট এবং পল মার্শালসহ অনেক পক্ষই টেলিগ্রাফ কিনতে আগ্রহী হবে বলে ধারণা করা হচ্ছে। ‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ ইউকেও টেলিগ্রাফ অধিগ্রহণের আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।
 
সূত্র: ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস, বিবিসি, আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৩

▎সর্বশেষ

ad