
বিনোদন ডেস্ক : প্রযোজক আরশাদ আদনানের ‘প্রিয়তমা’ এবং ‘রাজকুমার’ সিনেমা দুটিতে অভিনয় করেছেন শাকিব খান। দুটিই সুপারহিট। সামনে তাদের আরও বড় প্রজেক্ট আসবে বলে খবর। কাজের বাইরেও শাকিব খানের ঘনিষ্ঠদের একজন প্রযোজক আরশাদ আদনান। তাদের বন্ধুত্ব নাকি অনেকদিনের।
সে কারণে শাকিব খানের ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যত সিদ্ধান্তের ব্যাপারে নাকি পুরোপুরি ওয়াকিবহাল আরশাদ আদনান। সত্যি কি তাই? শাকিব খানের বিয়ে নিয়ে কি ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতিপুত্র? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে শাকিবের বিয়ে বিষয়ক প্রশ্নে আরশাদ আদনান বলেন, ‘শাকিবের মন্তব্য না আসা পর্যন্ত আমি এ ব্যাপারে কিছুই বলতে চাই না। তবে শাকিব বিয়ে করছেন কি না, এটি আমি জানি। আগে শাকিব এ বিষয়ে স্টেটমেন্টস দেবে, তারপর আমি বলবো।’
তাহলে কী শাকিবের জীবনে স্থিতিশীলতা আসতে চলেছে? এমন প্রশ্নে আরশাদ আদনান বলেন, ‘শাকিবের জীবনে স্থিতশীলতা আসবে। সেটা এ বছরই আসবে। আমিও দায়িত্ব নিয়েছি। শাকিবিয়ানদের উদ্দেশে বলতে পারি, নায়কের জীবনে এ বছরই স্থিতিশীলতা আসছে।’
নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই ভক্তদের কৌতুহল কোথায় বসবে শাকিব খানের বিয়ের আসর? এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা।
শোনা যাচ্ছে, দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে শাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে।
শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পাত্রী হিসেবে যিনি শাকিবের ঘরনি হতে যাচ্ছেন তার নামও নাকি ‘শা’ দিয়ে শুরু। এখন সব কিছু চূড়ান্ত না, সেই কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি।
তবে আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে শাকিবের। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৫:৩২