ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। 

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৪:৪৯:১৫ পিএম
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১ মে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস( মে দিবস) পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে পৌর শহরে শোভাযাত্রা বের করে।

পৌর শহর প্রদক্ষিণ করে তারা রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এসে সমাবেশ করে। উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ সম্পাদক রমজান আলী, কৃষক লীগ সভাপতি বাবর আলী ও সম্পাদক দিগেন্দ্রনাথ রায়,আ’লীগ নেতা মুক্তার আলম, এডভোকেট শেখ ফরিদ ও শাহনেওয়াজ, শিক্ষা  কর্মকর্তা ও শ্রমিক উপদেষ্টা রবিউল ইসলাম সবুজ, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবু তাহের, পুজা উদযাপন পরিষদ নেতা সাধন বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তা , শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, আমজদ হোসেন, মোকছেদ আ’লীগ নেতা আইয়ুব আলী, আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম , সাবেক সভাপতি কুসমত আলী ও স্থানীয় সাংবাদিকরা।এসময় শ্রমিক নেতারা তাদের বক্তব্যে ঐতিহাসিক মহান মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তারা শ্রমিকদের বিরাজমান সমস্যা সমাধানে আবারও সহযোগিতার কামনা করেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী হজরত আলী। এছাড়াও পৌর শহরের শিবদিঘী ও শান্তা কমিউনিটি সেন্টারে কয়েকটি সংগঠন আলোচনাসভার মাধ্যমে দিবসটি পালন করেন।

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad