
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার।
সোমবার (১ এপ্রিল) তিনি বলেন, গজনী প্রদেশের গেরু জেলায় রোববার স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। এসময়ে এক দল শিশু সেখানে খেলছিল। রুশ অভিযানের সময়ে পোঁতা এই স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যবশত এতে নয় শিশু প্রাণ হারায়।
গজনী পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। এদের সকলের বয়স চার থেকে দশ বছরের মধ্যে। আর্ন্তজাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, আফগানিস্তানে এখনও নিয়মিত অবিস্ফোরিত গোলা ও মাইনের কারণে জীবনহানি ঘটছে। মূলত শিশুরাই এতে নিহত হচ্ছে।
কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫০