
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রম্যমান আদালতের অভিযানে দুই চাউল ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা কর হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় পাঁচনামনা গ্রামের মোহাম্মদ আব্দুল রাজ্জাকের ছেলে চাউল ব্যাবসায়ী মোহাম্মদ মিলন হোসেনকে ৫ হাজার টাকা ও চৌগাছা বিশ্বাস পাড়া গ্রামের মোহাম্মদ মোজাহার উদ্দিনের ছেলে চাউল ব্যাবসায়ী মোহাম্মদ মাছেদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃতে উস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা ও চৌগাছা থানার এস আই রনি। সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩/৬ ধারায় জরিমানা আদায় করা হয়।
কিউটিভি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০০