ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম: ভূমিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৪ - ০৩:৩২:০৬ পিএম

ডেস্ক নিউজ : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমি জনগণের জন্য কাজ করি। আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম। আপনাদের পাশে থেকে আমার বাকি জীবন কাটাতে চাই। সুতরাং ৭ তারিখ ভোটের দিন ভোট দিতে আপনাদের যেতে হবে। 

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমার বিপক্ষে কোনো শক্ত প্রতিপক্ষ না থাকলেও আমাকে ভালোবাসে আপনাদের নৌকায় ভোট দিতে যেতে হবে। আজ যারা দেশের বাইরে থাকে, এই যে বঙ্গবন্ধু টানেল হয়েছে, তারা দেশে এলে কয়েক মিনিটে সাগরের নিচে দিয়ে গাড়িতে চড়ে বাড়ি আসবে। উন্নয়নের মেগাপ্রকল্পের জন্য এটা সম্ভব। 

তিনি বলেন, রায়পুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আমার বাবা এই ইউনিয়নের মানুষকে অনেক ভালোবাসতেন। আমার বাবা বলতেন— এই ইউনিয়ন আমার দ্বিতীয় জন্মস্থান। এই ইউনিয়নের মানুষও আমার বাবাকে অনেক ভালোবাসতেন। আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। 

রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আমিন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩১

▎সর্বশেষ

ad