
ডেস্ক নিউজ : মঙ্গলবার (৫ ডিসেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)সিএসইতে মঙ্গলবার বেড়েছে সব কটি সূচকের মান। এদিন সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৩ দশমিক ৩১ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭৭ দশমিক ৫৮ পয়েন্টে ও ১ হাজার ৩০৩ দশমিক ২৩ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯৫ দশমিক ৩৯ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭২ দশমিক ৩৭ পয়েন্টে। সূচক বেড়েছে শূন্য দশমিক ৯০ পয়েন্ট।
তবে সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১০ কোটি টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৭ কোটি ৫৭ লাখ টাকা।
সিএসইতে ১৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার ডিএসইতে এদিন বেড়েছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ দশমিক ১৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৬ হাজার ২৪৭ দশমিক ৫৭ পয়েন্টে ও ১ হাজার ৩৫৯ দশমিক ০৪ পয়েন্টে।
তবে কমেছে ডিএস-৩০ সূচকের মান। সূচকটি শূন্য দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩ দশমিক ৫১ পয়েন্ট। ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৪৬০ কোটি টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩১ কোটি ৭৮ লাখ টাকা।
এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টি কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এছাড়া খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ফু-ওয়াং ফুডস, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, মুন্নু সিরামিক, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, ইয়াকিন পলিমার ও জি কিউ বলপেন ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৫






