ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

চার কার্যদিবস পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ - ০৬:১০:৫৭ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (২২ নভেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

 ডিএসইডিএসইতে বুধবার একটি বাদে বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৪ দশমিক ৪৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৫৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৫০ দশমিক ৫৯ পয়েন্টে। তবে কমেছে ডিএস-৩০ সূচকের মান। সূচকটি ১ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩ দশমিক ২০ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। এ ছাড়া বুধবার ডিএসইতে ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০০টি কোম্পানির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং সিরামিক। এ ছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইয়াকিন পলিমার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসিফিক ডেনিমস্‌, ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুডস, অলিম্পিক এক্সেসরিস, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

সিএসইঅন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও বুধবার বেড়েছে দুটি সূচকের মান। সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৩ দশমিক ৭৬ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক বেড়েছে ২ দশমিক ২০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৬ পয়েন্টে।

তবে কমেছে সিএসই-৫০, সিএসই-৩০ ও সিএসআই সূচকের মান। সিএসই-৫০, সিএসই-৩০ ও সিএসআই যথাক্রমে শূন্য দশমিক  ২৫ পয়েন্ট, ১ দশমিক ৭৬ পয়েন্ট ও শূন্য দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০১ দশমিক ৮৯ পয়েন্টে, ১৩ হাজার ২৭৬ দশমিক ৬১ পয়েন্টে ও ১ হাজার ১৬৬ দশমিক ৭৫ পয়েন্টে।
 
এদিকে সিএসইতে বুধবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন বেড়েছে ১ কোটি ৮৪ লাখ টাকা।
 
সিএসইতে ১৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির কোম্পানির শেয়ারদর। 

 

 

কিউটিভি/আয়শা/২২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad