
ডেস্ক নিউজ : রোববার (১৯ নভেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে রোববার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০ দশমিক ৯৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ২৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১১০ দশমিক ৬৪ পয়েন্ট ও ১ হাজার ৩৫৩ দশমিক ৭৫ পয়েন্টে।
তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৭৩ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া রোববার ডিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং সিরামিক। এছাড়া খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুডস, খান ব্রাদার্স, প্যাসিফিক ডেনিমস্, ইয়াকিন পলিমার, মুন্নু সিরামিক ও ইভিন্স টেক্সটাইল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও রোববার কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৩৬ দশমিক ৯২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২২ দশমিক ০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫০৪ দশমিক ৯৯ পয়েন্টে ও ১১ হাজার ৬৭ দশমিক ৭৫ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক কমেছে ৫৩ দশমিক ৯০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ২৮৮ দশমিক ১৫ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৫ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৩ দশমিক ১৪ পয়েন্টে ও ১ হাজার ১৬৯ দশমিক ১৯ পয়েন্টে।
তবে সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন বেড়েছে ১ কোটি ৬২ লাখ টাকা।সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারদর।
কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৮