ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

রিয়ালের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় কেউ মনে রাখবে না: পিকে

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ - ০৪:০২:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমে নকআউট পর্বে অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রিয়াল মাদ্রিদ। নানা বাধা অতিক্রম করে ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ঘরে তুলেছিল রেকর্ড ১৪তম শিরোপা। স্পেনের সাবেক ডিফেন্ডার পিকের মতে, ২০২২ সালে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা সময়ের সঙ্গে সবাই ভুলে যাবে। কাতালান রেডিও স্টেশন আরএসি-ওয়ানের সঙ্গে বুধবারের (৮ নভেম্বর) এক আলোচনায় রিয়ালের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় নিয়ে নিজের অভিমত তুলে ধরেন পিকে।  

বার্সেলোনায় ১৫ বছর কাটানো এই ডিফেন্ডার বলেন, ‘ফেব্রুয়ারিতে তারা (রিয়াল মাদ্রিদ) সব প্রতিযোগিতায় টিকে থাকবে এবং চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখতে পাব। আমরা (বার্সেলোনা) যখন জিতব, আমাদের সবাই চিরকাল মনে রাখবে। তারা যখন জিতেছে, তখন এটি কেবল আরও একটি (শিরোপা)। সবশেষটি অলৌকিক ঘটনা ছিল, কারণ তারা প্রতিটি রাউন্ডে নিম্নমানের ছিল এবং কেউ এটিও মনে রাখবে না।’
এদিকে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ব্রাগার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তিকে পিকের করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। রিয়াল কোচ জবাবে বলেন, ‘পিকে নিজের তৈরি পৃথিবীতে বসবাস করে। সে জানেনা রিয়াল মাদ্রিদ ফুটবলারদের জন্য ১৪তম শিরোপাটা কতটা স্মরণীয়।’  

পিকে আলাদা করে বার্সেলোনাকে নিয়েও কথা বলেছেন। চলতি চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন জয়ের পর শেষ ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে হারে জাভির দল। কোচের প্রতি আস্থা রেখে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান পিকে। বার্সেলোনার সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি জানি, এখানে প্রতিদিন জিততে হবে। তবে জাভি ঘরের লোক, সে ক্লাবকে চেনে, ক্লাবকে ভালোবাসে এবং বার্সাকে নেতৃত্ব দেয়ার জন্য আদর্শ ব্যক্তি সে।’

এদিকে পিকে রিয়াল ফুটবলার ভিনিসিউসের প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, দুর্দান্ত এই তরুণ ফুটবলারের বিপক্ষে খেলতে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে এতে বেশ আনন্দও পেয়েছেন তিনি। 

 

 

কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০২

▎সর্বশেষ

ad