
বিনোদন ডেস্ক : কারিনার নতুন লুকের এই ছবিতে তাকে রীতিমতো যুদ্ধংদেহী দেখা গেছে। চেহারায় দগদগে ক্ষত ও চোখেমুখে প্রতিশোধের আগুন। অস্ত্র তাক করে আছেন অভিনেত্রী। জানা গেছে, এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে কারিনাকে। বুধবার (৮ নভেম্বর) রোহিত শেঠি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে কারিনার ছবিটি পোস্ট করেছেন।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “সিংহামের নেপথ্যের যে শক্তিস্তম্ভ, তার সঙ্গে পরিচিত হয়ে নিন। আমরা প্রথমে ২০০৭ সালে কাজ করি। এখনও পর্যন্ত ৩টি ব্লকবাস্টার- ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল ৩’ এবং ‘সিংহাম রিটার্নস’। আর এবার আমাদের চতুর্থ প্রজেক্ট সিংহাম এগেইন।”
রোহিত শেঠি আরও লেখেন, ‘১৬ বছর ধরে কারিনার সঙ্গে কাজ করে আসছি। কোনো পরিবর্তন ঘটেনি। বেবো (কারিনা) এখনও একইরকম রয়ে গেছেন। সাদাসিধে, মিষ্টি আর কঠোর পরিশ্রমী।’জানা যায়, ২০২৪ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিংহাম এগেইন’।
কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৪