
বিনোদন ডেস্ক : এবার এ ঘটনায় রাশমিকার পাশে দাঁড়িয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন, ‘ক্ষতিকর ভুল তথ্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম দ্বারা মোকাবিলা করা প্রয়োজন।’এ ছাড়া সামাজিক যোগযোগমাধ্যমে ‘ডিপফেক ভিডিও’র বিষয়ে সরব ছিলেন অভিনেত্রীর সহকর্মীরাও। এদের মধ্যে অন্যতম বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
গত ৭ নভেম্বর (মঙ্গলবার) সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ভারতের প্রত্যেক প্রথম সারির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য। অন্য ব্যক্তির বেশ ধারণ করে এমন কোনো বিষয়বস্তু হোস্ট না করার জন্য এবং আইন অনুযায়ী অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অবিলম্বে এ ধরনের বিষয়বস্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য ব্যবহারকারীদের জানাতে তাদের অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি নেটদুনিয়ায় রাশমিকার একটি ‘ডিপফেক ভিডিও’ ভাইরাল হয়েছে। এ বিষয়ে রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লেখেন, ‘নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, বিষয়টি সত্যিই দুঃখজনক। সত্যি বলতে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য নয়; বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’
অভিনেত্রী তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আজ একজন নারী এবং একজন অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। যারা আমার এই সময়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এ ঘটনা যদি আমার স্কুল বা কলেজে পড়াকালীন ঘটতো, তবে এই অবস্থা আমি কীভাবে সামাল দিতাম, তা কল্পনাও করতে পারছি না।’এ ছাড়া রাশমিকার ডিপফেক ভিডিও তৈরির জন্য যে তরুণীর ক্লিপ ব্যবহার করা হয়েছিল তিনি এ ঘটনায় অত্যন্ত বিব্রত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাশমিকা মান্দানার যে ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের। তার একটি ভিডিও ব্যবহার করে রাশমিকার ফেক ভিডিওটি তৈরি করা হয়েছে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে জারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘সম্প্রতি আমার নজরে এসেছে, কেউ একজন আমার দেহের ওপর জনপ্রিয় অভিনেত্রীর চেহারার ছবি বসিয়ে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে। এ ডিপফেক ভিডিও তৈরির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যা হচ্ছে তাতে আমি অত্যন্ত বিব্রত এবং বিচলিত বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি নারীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং নারীরা এখন আরো বেশি বয় পাবে নিজেদের ছবি সামজিক যোগাযাগমাধ্যম প্রকাশ করতে। দয়া করে আপনি ইন্টারনেটে কিছু দেখলে সেটির সত্যতা যাচাই করুন। ইন্টারনেটের সবকিছুই সত্য নয়।’

গত ৯ অক্টোবর জারা প্যাটেল একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে একটি কালো পোশাকে লিফটে প্রবেশ করতে দেখা যায়। আর জারার এই ভিডিওটি ব্যবহার করে রাশমিকার চেহারার অদলবদল করা হয়েছে।
এদিক রাশমিকা মান্দানার পরে এবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একটি ডিপফেক ছবি ভাইরাল হয়েছে। আসন্ন সিনেমা ‘টাইগার-৩’র ট্রেলারের একটি দৃশ্যে গোসলের পোশাকে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। সেই দৃশ্যে শরীরে তোয়ালে জড়িয়ে অন্য একজন অভিনেত্রীর সঙ্গে লড়াই করতে দেখা যায় অভিনেত্রীকে। সেই দৃশ্যেই ক্যাটরিনাকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪