ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মার্কিন সিনেটে আটকে গেল ইসরাইলের সামরিক সহায়তা

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ - ১২:২০:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চলমান সংঘাতের মধ্যে ইসরাইলকে জরুরি সামরিক সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া একটি বিল আটকে দিয়েছে সিনেট। মঙ্গলবার (৭ নভেম্বর) প্রস্তাবটি সিনেটে তোলা হলে তা আটকে দেন ডেমোক্র্যাট সদস্যরা। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরাইলকে এক হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে একটি বিল পাশ করে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এর মধ্যে স্বল্পপাল্লার রকেট হামলা মোকাবিলায় আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ৪০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

কিন্তু এ বিলে ইউক্রেনের জন্য কোনো অর্থ সহায়তা রাখেননি রিপাবলিকান সদস্যরা। যদিও ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকেও অর্থ সহায়তা দিতে চান ডেমোক্র্যাটরা। ফলে সিনেটে বিলটি তোলা হলে সেখানে ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে পড়বে বলে আগেই সতর্ক করেছিলেন অনেকে। রিপাবলিকান সিনেটর রজার মার্শাল বলেন, ‘সময়ের কথা বিবেচনা করে ইসরাইলের জন্য জরুরি এ সহায়তা অনুমোদনে সিনেটের একদম দেরি করা উচিত হবে না।’

তবে রিপাবলিকানদের এমন প্রস্তাবের বিরোধিতা করে ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন ডেমোক্র্যাটরা। এ ছাড়া মানবিক সহায়তা, সীমান্ত নিরাপত্তা তহবিল এবং চীনকে মোকাবিলার জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ১০৬ বিলিয়ন ডলার সহায়তার একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন বাইডেন।

 

 

কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:১৯

▎সর্বশেষ

ad