সত্যি কি মোটা অংকের অর্থে ইউক্রেন যুদ্ধের সেনা ভাড়া করেছে ইসরায়েল?

uploader3 | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ - ১০:২০:৩১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বিদেশি ইসরায়েল ভাড়াটে ‘সন্ত্রাসীদের’ ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে স্পেনের একটি কুখ্যাত সন্ত্রাসী-গোষ্ঠীকে ব্যবহার করছে দখলদার ইহুদিবাদী দেশটি।

স্পেনের প্রভাবশালী এল মান্ডো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির কুখ্যাত ভাড়াটে যোদ্ধা পেদ্রো দিয়াজ ফ্লোরেস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, বহুসংখ্যক ভাড়াটে গোষ্ঠী ইসরায়েলি সেনাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা উচ্চমূল্যের বেতন পাচ্ছে।

ফ্লোরেস বলেন, তিনি ইসরায়েলে এসেছেন মূলত অর্থের জন্য। ইসরায়েল যেমন মোটা অংকের অর্থ দিচ্ছে, তেমনি তাদেরকে উন্নতমানের অস্ত্রও দিয়েছে।

তিনি বলেন, প্রতি সপ্তাহের জন্য ইসরায়েল তাদেরকে ৪,১৮৭ ডলার দিচ্ছে এবং মোটা অংকের অর্থই তাকে এই যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে।

ফ্লোরেস এর আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নাৎসীবাদীদের পাশে থেকে যুদ্ধ করেছেন। এখন তিনি ইউক্রেন থেকে ইসরায়েল এসেছেন গাজা যুদ্ধে যোগ দিতে। তবে তিনি দাবি করেন, তারা সরাসরি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং তারা ইসরায়েলি সামরিক বহর এবং চেক পয়েন্টগুলোর নিরাপত্তা দিতে কাজ করছে। সূত্র: মিডল ইস্ট মনিটরজর্ডান নিউজমেহের নিউজপ্রেসটিভি

কিউটিভি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/সকাল ১০:২০

▎সর্বশেষ

ad