
স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা কাপে ঢাকা আবাহনীর কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত ছিল। শেখ রাসেলের সঙ্গে আজকের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। সেই ম্যাচে রাসেলকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে। আর ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে পুরান ঢাকার রহমতগঞ্জ। গ্রুপ সি থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মোহামেডান ও সেনাবাহিনী। কোয়ার্টার ফাইনালে আবাহনী খেলবে শেখ জামালের সঙ্গে। আর পুলিশের প্রতিপক্ষ রহমতগঞ্জ।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার আবাহনীর আবাহনীর হয়ে গোল দুটি করেন জোনাথন রেইস ও ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্ডাও। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো ২০২১ সালের চ্যাম্পিয়নরা শেখ রাসেল ও রহমতগঞ্জ দুদলেরই পয়েন্ট দাড়ায় চার পয়েন্ট। দুই দলের হেড টু হেড ড্র। রহমতগঞ্জের গোল ব্যবধান +১ আর রাসেলের -১। গোল ব্যবধানে এগিয়ে থাকায় রহমতগঞ্জ উঠে যায় কোয়ার্টার ফাইনালে।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিজ এফসি ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত এগিয়েছিল ভালেরি রিশির গোলে। এই স্কোর ধরে রেখে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো তারা। বাদ পড়তো মোহামেডান। কিন্তু মোহামেডানকে গুরুত্বপূর্ণ ড্র এনে দেন রাকিব আবেদিন।
এই ড্রয়ে সি গ্রুপের তিন দলেরই পয়েন্ট দাড়ায় ২। গোল ব্যবধানও হয় মোহামেডান, ফর্টিজ ও সেনাবাহিনীর সমান শূন্য। আবার হেডি টু হেডও তিন দলের হয় সমান। গ্রুপের সেরা দুই দল তাই নির্ধারিত হয়েছে বেশি গোল দেয়ার হিসাবে। দুই ম্যাচে মোহামেডান সর্বাধিক তিন গোল দিয়ে গ্রুপের সেরা, সেনাবাহিনী দুই গোল দিয়ে দ্বিতীয় সেরা। আর আজই একমাত্র গোল দিয়ে ফর্টিজ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
স্বাধীনতা কাপে গ্রুপের আর একটি ম্যাচ বাকি রয়েছে। বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার সেই ম্যাচটি হবে ১ ডিসেম্বর। বসুন্ধরার এএফসি কাপ ও জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্বাধীনতা কাপ তিন সপ্তাহের বেশি সময় স্থগিত থাকবে।
কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৫