
স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বাধায় থেমে যাওয়া ম্যাচে নতুন লক্ষ্য নির্ধারিত হয়েছে পাকিস্তানের সামনে। ৯ ওভার কমানো হয়েছে। নতুন লক্ষ্যে ৪১ ওভারে ৩৪২ রান করতে হবে পাকিস্তানের।
অর্থাৎ জয়ের জন্য ১৯.৩ ওভারে ১৮২ রান করতে হবে ফখর-বাবরদের। অবশ্য তাদের হাতে আছে ৯ উইকেট।
বৃষ্টিতে ম্যাচ থামার আগেই ৬৩ বলে ঝড়ো সেঞ্চুরি তুলে নেন ফখর। পাকিস্তানের পক্ষে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি এটি। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে এ নিয়ে চারটি সেঞ্চুরি করলেন ফখর জামান।
তিনি ১০৬ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দেয়া বাবর আজম টিকে আছেন ৪৭ রানে।
কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:০৬