নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে ‘অযোগ্য’ মনে করেন অধিকাংশ ইসরাইলি

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৭:০৬:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইসরাইলের একটি জনমত জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ ইসরাইলি মনে করেন, বেনিয়ামিন নেতানিয়াহু সরকার পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি। ৫১৫ ইসরাইলি নাগরিকের মতামত নিয়ে ইসরাইলের মারিভ সংবাদপত্র এ জরিপ পরিচালনা করেছে।

বর্তমানে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে লিকুদ পার্টির ৩২টি আসন এবং ন্যাশনাল ইউনিটি পার্টির ১২টি আসন রয়েছে। তবে জরিপে দেখানো হয়েছে, যদি আজ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের ১২০ টি আসনের মধ্যে ৩৯ টি আসন পাবে এবং লিকুদ পার্টি মাত্র ১৮ টি আসন পাবে। 

জরিপের ফল অনুযায়ী, নেতানিয়াহুর বিরোধী দলগুলো ৭৮টি আসনে জয়লাভ করবে। বর্তমানে তাদের রয়েছে ৫৬টি আসন। প্রসঙ্গত, বর্তমান সরকার লিকুদ পার্টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম, শাস, রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, ওৎজমা ইয়েহুদিত এবং নোয়াম, সব ডানপন্থী দল নিয়ে গঠিত।

 

 

কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad