উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত, হাতে ব্লেডে কাটা দাগ

uploader3 | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৬:৫৭:৩১ পিএম

বিনোদন ডেস্ক : দুর্গাপূজা শেষ করে স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গেবেডস নুসরাত জাহান। সেখান থেকেই একের পর এক ছবি দিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন সাংসদ-অভিনেত্রী। তবে এবার তার ছবি দেখে সত্যিই চিন্তায় ঘুম উড়ে গেল উদ্বিগ্ন ভক্তদের। নায়িকার বোল্ড ছবিতে তাদের নজর কেড়েছে হাতের একাধিক কাটা দাগ।

হাতে এত কাটা দাগ দেখেই নেটিজেনদের প্রশ্ন, ‘এগুলো কি ব্লেড দিয়ে কাটার দাগ?’ কারও বা আবার কৌতূহল, ‘কেন হাত কেটেছিলেন?’ কেউ কেউ আবার নিজের মতো করে উত্তর খুঁজে নিয়ে কমেন্ট বক্সে লিখলেন, ‘প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরই কি হাত কেটেছিলেন?’

396888549_18381795925066954_9013748625659645510_n

যদিও এ প্রসঙ্গে নিরুত্তর থেকেছেন নুসরাত। তবে তর্ক-বিতর্ক যতই থাক, অভিনেত্রী সবসময়ে পজিটিভ। একাধিকবার একাধিক কারণে বিতর্কের শিরোনামে থাকলেও নিন্দুকের কথায় কান দিতে নারাজ তিনি। নিজের শর্তে চলতেই পছন্দ করেন বরাবর।

সারা বছর কাজের ব্যস্ততা থাকে নুসরাত জাহানের। অভিনয়ের পাশাপাশি টলিউড নায়িকাকে সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়। এর ফাঁকে সময় পেলে উড়াল দেন বিভিন্ন দেশে।

কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৫৭

▎সর্বশেষ

ad