বৃষ্টিতে থেমে গেল ম্যাচ, ডিএলএসে এগিয়ে পাকিস্তান

uploader3 | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৬:১৮:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বেঙ্গালুরুর আকাশও ছিল কালো হয়ে। ২১.৩ ওভারের খেলা শেষ হতেই বৃষ্টি নামা শুরু হয়। খেলা থামার আগে পাকিস্তান ১ উইকেটে সংগ্রহ করেছে ১৬০ রান। ডিএলএস পদ্ধতির হিসেবে পার স্কোরের চেয়ে ১০ রানে এগিয়ে আছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের দেয়া ৪০২ রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো গতিতে রান তুলছিল পাকিস্তান। মাত্র ৬৩ বলে পাকিস্তানের পক্ষে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন ফখর জামান। পাকিস্তানের বর্তমান রানরেট ৭.৪৪। ফখর ১০৬ ও বাবর আজম ৪৭ রানে অপরাজিত আছেন।

কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad