যে সেঞ্চুরিতে শচীনকে টপকে গেলেন রাচিন

uploader3 | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৬:০৮:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন রাচিন রবীন্দ্র। ভারতে চলমান বিশ্বকাপটা কাটছে তার স্বপ্নের মতো। টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। সেই থেকে শুরু। আজ আবার পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড করেছে ৪০১ রান। এই পথে তার রান ১০৮।

টুর্নামেন্টে এটি রাচিনের তৃতীয় সেঞ্চুরি। বেঙ্গালুরুতে যে ইনিংসে এটা একটা রেকর্ড গড়েন রাচিন। ৯৪ বলে ১৫টি চার ও একটি ছক্কায় সাজান ইনিংসটি। নিউজিল্যান্ডের হয়ে এর আগে আর কোনো ব্যাটসম্যান এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির দেখা পাননি। দুই শতকের বেশি ছিল না কারোরই।

গ্লেন টার্নার (১৯৭৫, দুটি সেঞ্চুরি), কেন উইলিয়ামসন (২০১৯, দুটি সেঞ্চুরি) এবং মার্টিন গাপটিল (২০১৫, দুটি সেঞ্চুরি) কে টপকে রাচিন এই বিশ্বকাপেই তিনটি সেঞ্চুরি করেছেন। তার চেয়ে বেশি নেই আর কোনো কিউই ব্যাটারদের।

পাশাপাশি আরও একটি রেকর্ডে নিজের নাম বসিয়েছেন রাচিন। বিশ্বকাপে অভিষেক আসরে তিনটি সেঞ্চুরি করে এই অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন তার ক্রিকেট আদর্শ শচীন টেন্ডুলকারকে। কারণ বয়স ২৫ হওয়ার আগে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন রাচিন। এই বয়সে বিশ্বকাপে শচীনের সেঞ্চুরি ছিল দুটি।

আরেকটি রেকর্ডে শচীনের পাশে নাম লিখিয়েছেন রাচিন। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৭৪.৭১ গড়ে ৫২৩ রান করেছেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপে শচীন ২৫ বছর হওয়ার আগে করেছিলেন ৫২৩ রান।

কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:০৮

▎সর্বশেষ

ad