আফ্রিদি-রউফদের তুলোধুনো করে রানপাহাড়ে নিউজিল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৩:৫৮:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি বোলারদের পাত্তাই দিল না নিউজিল্যান্ডের ব্যাটাররা। শাহিন শাহ আফ্রিদি হারিস রউফ ও হাসান আলিদের তুলোধুনো করে রানের বন্যা বইয়ে দিয়েছে কিউইরা।

রাচিন রবীন্দ্রর রেকর্ডগড়া তৃতীয় সেঞ্চুরি ও অধিনায়ক কেইন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে ডাউস স্কোর করে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় কোনো দলের চারশ-ঊর্ধ্ব রান।

শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলমান ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। দারুণ ছন্দ নিয়ে বিশ্বকাপ আসর শুরু করা নিউজিল্যান্ড মাঝপথে হোঁচট খায়। তাদের সেমিফাইনালে ওঠার পথটা কঠিন করে তোলে টানা তিন পরাজয়। পাকিস্তানও আজ হারলে বিদায়। 

আজ পাকিস্তানের বোলাররা একেবারেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি প্রতিপক্ষকে। সেরা বোলার শাহিন আফ্রিদি ১০ ওভার বল করে রান দিয়েছেন ৯০। কোনো উইকেট পাননি। সবচেয়ে ভালো করেছেন মোহাম্মদ ওয়াসিম। তিনি ১০ ওভারে ছয় গড়ে রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।  

বেঙ্গালুরুর ব্যাটিং স্বর্গে আগে ফিল্ডিং নেওয়াটা বাবর আজমদের জন্য কতটুকু সঠিক ছিল, সেটি সময়ই বলে দেবে। তবে আপাত দৃষ্টিতে তার সেই সিদ্ধান্ত যে উপযুক্ত ছিল না— তার প্রমাণ কিউইদের নির্দয় ব্যাটিং। 

 

 

কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad