না খেলে ১০ কোটি পাউন্ড আয় নেইমারের

uploader3 | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ১০:১১:০২ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পাওয়া চোটের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারের বাঁ হাঁটুতে। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানা গেছে। তবে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা নিশ্চিত নয়।

নেইমার ইনস্টাগ্রামে এক বার্তায় অস্ত্রোপচারের খবরটি অনুসারীদের জানিয়ে বলেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সব ঠিক আছে…এখন সেরে ওঠায় ধৈর্য ও শক্তি চাই।’

গণমাধ্যমের খবর, ১০ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে। এর মানে তার এবার মৌসুমে খেলার সম্ভাবনা নেই। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন যে আগামী কোপা আমেরিকার আগে সুস্থ হবেন নেইমার। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে আগামী জুনে।

দীর্ঘ সময় খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও নেইমার কাটাতে পারেন তার আয়ের কথা ভেবে। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের তারকা খেলোয়াড়ের প্রতি বছর আয় ১২ কোটি ৯০ লাখ পাউন্ড। যা প্রতি সপ্তাহে ২৫ লাখ পাউন্ড।

অর্থাৎ, ১০ মাস মাঠের বাইরে থাকলেও প্রায় ১০ কোটি ৭০ লাখ পাউন্ড পকেটে পুরবেন নেইমার। সৌদি প্রো লিগের খেলোয়াড়দের মধ্যে আয়ের দিকে তিনি অবশ্য তৃতীয় স্থানে। করিম বেনজেমার প্রতি সপ্তাহে আয় ৩৩ লাখ পাউন্ড ও ক্রিস্টিয়ানো রোনালদোর আয় সপ্তাহে ৩৪ লাখ পাউন্ড।

চোট পাওয়ার আগে আল হিলালের হয়ে পাঁচ ম্যাচ খেলে একটি গোল করেছেন নেইমার। তার অনুপস্থিতি মানিয়ে নিয়েছে হিলাল। লিগে ৩২ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা।

কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/সকাল ১০:১০

▎সর্বশেষ

ad