ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

১২৯ বলের সংক্ষিপ্ততম ফাইনাল

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:১২:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে আজ ভারত ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। লঙ্কানদের দেওয়া ৫১ রানের টার্গেট ২৬৩ বল হাতে রেখে জেতে ভারত। এটি কোন ফাইনাল ম্যাচে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। শুধু তাই নয় বলের হিসেবে তৃতীয় সংক্ষিপ্ততম ওয়ানডে ম্যাচ এটি।

# ২০০০ সালে ঘরের মাঠে ওয়াসিম আকরাম, মোহাম্মদ আকরাম ও আবদুর রাজ্জাকদের তোপের মুখে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে সর্বনিম্ন রানের রেকর্ড এটাই ছিল এতোদিন। আজ ৫০ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশকে যন্ত্রণার রেকর্ড থেকে মুক্তি দিল শ্রীলঙ্কা।

# ১২রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে পারতো ৪৩ রানের আগে গুটিয়ে গেলে। শেষপর্যন্ত ৪৩ রান টপকে গিয়ে হাফ ছেড়ে বেচেছে।

# ২১ রানে ৬ উইকেট সিরাজের ক্যারিয়ার সেরা বোলিং। এশিয়া কাপে কোনো পেসারের সেরা বোলিং। এই টুর্নামেন্টে ৬ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ২০০৮ ফাইনালে অজন্থা মেন্ডিস নিয়েছিলেন প্রথম ৬ উইকেট।

# ১৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে সিরাজ বসেছেন চামিন্দা ভাসের পাশে। ওয়ানডেতে এর আগে ১৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক লঙ্কান পেসার ভাস, বাংলাদেশের বিপক্ষে ২০০৩ বিশ্বকাপে।

# ওয়ানডেতে বলের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয় এটি। ভারত ম্যাচ জিতেছে ২৬৩ বল হাতে রেখে। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ২৭৭ বল হাতে রেখেই তারা হারিয়েছিল কানাডাকে, ১৯৭৯ সালে। তবে কোন ফাইনালে সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ড এটি। এর আগে ২০০৩ সালে ভিবি সিরিজের প্রথম ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ২২৬ বল হাতে রেখে জিতেছিল।

# এই ম্যাচে দু’দলের ইনিংস মিলিয়ে মাঠে বল গড়িয়েছে মোট ১২৯টি। ওয়ানডেতে কম বলের ম্যাচের হিসেবে তৃতীয় স্থানে এটি। ২০২০ সালে নেপাল-যুক্তরাষ্ট্র ম্যাচে হয়েছিল ১০৪ বল, ২০০১ সালে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচে খেলা শেষ হয়েছিল ১২০ বলে।

# ওয়ানডে এশিয়া কাপে ১০ উইকেটে জয়ের পঞ্চম ঘটনা এটি।

# ভারত ম্যাচ জেতে ১০ উইকেটে। ওয়ানডেতে কোন ফাইনাল ম্যাচ ১০ উইকেটে জেতার তৃতীয় ঘটনা এটি।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad