ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

তিস্তায় আবারও বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

superadmin | আপডেট: ২৫ আগস্ট ২০২৩ - ০৯:০৩:০৩ পিএম

ডেস্কনিউজঃ লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। সকাল থেকে প্রতি তিন ঘণ্টা পর পর তিস্তা ব্যারেজে তিন সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাটে আবারও বন্যার আশঙ্কা।

পানি বৃদ্ধি হওয়ায় তিস্তাপাড়ে নিম্নঅঞ্চলের বিভিন্নস্থানে ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে কোন ঘরবাড়ি এখনো তলিয়ে না গেলেও আশঙ্কা রয়েছে সন্ধ্যার পরে পানি ওঠার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লালমনিরহাটের হাতির পাণ্ডা কালীগঞ্জ মাটি এবং লালমনিরহাট সদরের কয়েকটি অঞ্চল তলিয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে বলে।

ভারতের উজান থেকে পানি নেমে আসায় তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। শুধু তিস্তা না ধরলা সহ কয়েকটি নদ নদীর পানিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

লালমনিরহাট সদর উপজেলার খনিয়া গাছ ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল জানান, গত কয়েকদিনে তিস্তা নদীর পানি কম থাকলো শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। যা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে নিম্ন অঞ্চলগুলোতে।

মহিষ খোঁচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন সরকার জানান, গত কয়েকদিন আগে বন্যা শেষ হতে না হতে আবারও পানি বাড়ার আশঙ্কায় লোকজন মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান, পানি বৃদ্ধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে যা প্রয়োজন হলে বিতরণ করা হবে।

নাহিদা /২৫.০৮.২০২৩/রাত ৮.৫৫

▎সর্বশেষ

ad