হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ চলছে

superadmin | আপডেট: ২০ আগস্ট ২০২৩ - ০৭:৪২:২২ পিএম

ডেস্কনিউজঃ হবিগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।

রোববার বিকালে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। বিকালে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টে এ সমাবেশের ডাক দেয় দলটি।

সমাবেশ শেষে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল নিয়ে জেলা বিএনপি অফিসের সামনে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত উভয়পক্ষে সংঘর্ষ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ।

এর আগে শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন।

বিপুল /২০.০৮.২০২৩/ সন্ধ্যা ৭.৪০

▎সর্বশেষ

ad