ব্রেকিং নিউজ

ঈদের শেষ দিনের ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৩ - ০৮:৩৮:৪৯ পিএম

ডেস্ক নিউজ : ঈদের শেষ দিনের ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর আনাগোনা মুখরিত । এদিন সকাল থেকে নারী-শিশুসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর রয়েছে সকল বিনোদন কেন্দ্র।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গা, কর্ণফুলী নদীর পাড় নেভাল, প্রজাপতি পার্ক, আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্ক, কাজির দেউড়ি শিশুপার্ক, বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্স, ফয়’স লেক, চিড়িয়াখানা, সি-ওয়ার্ল্ডসহ কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে দেখা গেছে ঠিক একই চিত্র।

স্ত্রীকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছিলেন সরকারি কর্মকর্তা সেলিম উদ্দিন। তিনি বলেন, ঈদের দিন নানা ব্যস্ততায় কেটেছে। তাই দ্বিতীয় দিন সুযোগ পেয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ছুটি শেষে আবার কাজে ফিরতে হবে। তাই ছুটির সময়টাকে উপভোগ করছি।

চট্টগ্রাম চিড়িয়াখানায় পরিবার নিয়ে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সামসুর রহমান । তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। মা-বাবাসহ পরিবারের সবাই চট্টগ্রামে থাকেন। তাদের নিয়ে এখানেই ঈদ উদযাপন করি। পরিবারের সঙ্গে ঈদ উপযাপন অবশ্যই আনন্দের। সবাইকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। ভালো লাগছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন নতুন প্রাণী যুক্ত হয়েছে । বর্তমানে এখানে ৬৬ প্রজাতির ছয় শতাধিক পশুপাখি রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। কনকর্ডের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক এবং সি-ওয়ার্ল্ডও সেজেছে ঈদের সাজে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কনকর্ড কর্তৃপক্ষ। সেখানেও দর্শনার্থীর সংখ্যা চোখে পড়ার মতো।

 

কিউটিভি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৮:৩৫

▎সর্বশেষ

ad