
আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। পুলিশ জানায়, প্রেমিক ও তার খালার সহায়তায় নিজের ছোট বোনকে হত্যা করে ওই কিশোরী। তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কিশোরীকে জেলার সংশোধন কেন্দ্রে এবং তার ১৮ বছর বয়সী প্রেমিক ও খালাকে বিচার বিভাগীয় হেফাজতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিহারের বৈশালী জেলার এসপি রবি রঞ্জন কুমার সাংবাদিকদের জানান, বৈশালীর হরপ্রসাদ গ্রামে গত ১৫ মে ঘটনাটি ঘটে। ওইদিন অভিযুক্ত ও ভুক্তভোগী দুই বোনের বাবা-মা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বাড়িতে ফেরার পর তারা তাদের ৯ বছর বয়সী ছোট মেয়েকে খুঁজে না পেয়ে স্থানীয় জনদাহা থানায় অভিযোগ দায়ের করেন। এসপি কুমার জানান, নিখোঁজ রিপোর্ট দায়েরের পর স্থানীয় পুলিশ একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করে। এরপর ১৯ মে ভুক্তভোগীদের বাড়ির পেছনের একটি মাঠ থেকে লাশ উদ্ধারের পর নিখোঁজ রিপোর্টটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে অভিযুক্ত তিনজনের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে তাদের মোবাইল ফোন জব্দ করা হয় উল্লেখ করে রবি রঞ্জন কুমার বলেন, ‘জিজ্ঞাসাবাদে কিশোরী ও তার প্রেমিক অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশকে জানিয়েছে, তারা ৯ বছরের মেয়েটিকে হত্যা করেছে কারণ সে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। তাদের ভয় ছিল, সে তার বাবা-মায়ের কাছে বিষয়টি বলে দিতে পারে।’
কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:৪০