
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা বোধ হয় কাটতে যাচ্ছে। ভারত ও পাকিস্তান মিডিয়ায় প্রকাশিত খবরে তেমন আভাসই মিলছে। এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে ভারত সেখানে গিয়ে খেলতে রাজি নয়। জটিলতা তৈরি হয় এখানেই। এনিয়ে অনেক দিন ধরেই চলছে নানা আলোচনা।
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ‘দ্য নিউজ’ তাদের প্রতিবেদনে বলেছে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পিসিবির হাইব্রিড মডেলের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। যে মডেল অনুসারে এশিয়া কাপের চার থেকে ছয়টি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হবে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই নিরপেক্ষ ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, কোনো শর্ত ছাড়াই নাকি পিসিবির প্রস্তাবে রাজি বিসিসিআই। অর্থাৎ অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপের ব্যাপারে পাকিস্তানকে কোনো শর্ত আরোপ করবে না আয়োজক ভারত।
পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসিসি তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।’ সূত্রের বরাত দিয়ে তারা আরও উল্লেখ করেছে, ভারত এবং এসিসির সদস্যভুক্ত অন্য দেশগুলোর চাওয়া নিরপেক্ষ ভেন্যুটি হোক শ্রীলঙ্কা।
সে ক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আয়ের অংশ প্রাপ্তির ব্যাপারে নিশ্চয়তা চায় পাকিস্তান। এসিসি এ ব্যাপারে নিশ্চয়তা দিলে শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে মেনে নিতে নাকি আপত্তি নেই পাকিস্তানের। দেশটি সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চাচ্ছিল।
কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:২১