ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

পাকিস্তানের হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ!

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৮:২২:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা বোধ হয় কাটতে যাচ্ছে। ভারত ও পাকিস্তান মিডিয়ায় প্রকাশিত খবরে তেমন আভাসই মিলছে। এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে ভারত সেখানে গিয়ে খেলতে রাজি নয়। জটিলতা তৈরি হয় এখানেই। এনিয়ে অনেক দিন ধরেই চলছে নানা আলোচনা।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএল ফাইনালের পর ঠিক হবে এশিয়া কাপের ভেন্যু। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর, এশিয়া কাপ নিয়ে পিসিবির দেওয়া ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে সম্মত হয়েছে বিসিসিআই। দ্রুতই চূড়ান্ত ঘোষণা আসবে বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ‘দ্য নিউজ’ তাদের প্রতিবেদনে বলেছে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পিসিবির হাইব্রিড মডেলের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। যে মডেল অনুসারে এশিয়া কাপের চার থেকে ছয়টি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হবে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই নিরপেক্ষ ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়, কোনো শর্ত ছাড়াই নাকি পিসিবির প্রস্তাবে রাজি বিসিসিআই। অর্থাৎ অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপের ব্যাপারে পাকিস্তানকে কোনো শর্ত আরোপ করবে না আয়োজক ভারত।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসিসি তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।’ সূত্রের বরাত দিয়ে তারা আরও উল্লেখ করেছে, ভারত এবং এসিসির সদস্যভুক্ত অন্য দেশগুলোর চাওয়া নিরপেক্ষ ভেন্যুটি হোক শ্রীলঙ্কা।

সে ক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আয়ের অংশ প্রাপ্তির ব্যাপারে নিশ্চয়তা চায় পাকিস্তান। এসিসি এ ব্যাপারে নিশ্চয়তা দিলে শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে মেনে নিতে নাকি আপত্তি নেই পাকিস্তানের। দেশটি সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চাচ্ছিল।

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad