
আন্তর্জাতিক ডেস্ক : সুদানে প্রায় দুই সপ্তাহ ধরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই সংঘাতের মধ্যে আটকা পড়া নিজ নিজ নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপের দেশ তুরস্কও তার নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, শুক্রবার (২৮ এপ্রিল) তুরস্কের একটি বিমান রাজধানী খার্তুমের বাইরে ওয়াদি সেয়িদিনা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। তবে কোন পক্ষ এই গুলিবর্ষণ করেছে তা স্পষ্ট নয়। এই গুলিবর্ষণের জন্য আধাসামরিক বাহিনী আরএসএফকে দায়ী করেছে সুদানের সেনাবাহিনী। যদিও আরএসএফ সেনাবাহিনীর এই দাবি প্রত্যাখান করেছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানে গুলিবর্ষণের খবর নিশ্চিত করেছে। বলেছে, বিমানটিতে গুলি লাগে। এতে বিমানটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা (ফুয়েল সাপ্লাই সিস্টেম) ক্ষতিগ্রস্ত হয়। আরও বলা হয়, সি-১৩০ বিমানটি নিরাপদে অবতরণ করে। পরে বিমানটি মেরামত করা হয়। হামলার ঘটনায় কোনো হতাহতের তথ্যও জানায়নি তুরস্ক।
এদিকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আরও ৩ দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার পর অস্ত্রবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে।
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৫