
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের ধারণা সর্বপ্রথম এসেছিল ইংলিশদের হাত ধরে। ১০০ বলের নতুন ফরম্যাটও এনেছে তারাই। তবে টি-টোয়েন্টি যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, তার কিয়দংশও পায়নি দ্য হান্ড্রেড। তাই টুর্নামেন্টটি বন্ধ করে দেয়ার কথা ভাবছে হান্ড্রেড কর্তৃপক্ষ। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করছে ইংলিশ গণমাধ্যম মেইল স্পোর্ট।
১০০ বলের ফরম্যাটে নিয়মগুলোও ছিল বেশ আলাদা। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্ন কিছু আনার চেষ্টাটা ছিল স্পষ্ট। তবে তা খুব একটা কাজে আসেনি। ইংল্যান্ডের বাইরে কোনো প্রভাবই সৃষ্টি করতে পারেনি ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্টটি। এখন পর্যন্ত দ্য হান্ড্রেডের মোট দুটি আসর মাঠে গড়িয়েছে। এদের মধ্যে প্রথম আসর কিছুটা আগ্রহের উদ্রেক ঘটালেও দ্বিতীয় আসরে দর্শক তেমন ছিল না বললেই চলে। ইংল্যান্ডের বাইরে তেমন দর্শক টানতে না পারায়ত টুর্নামেন্টটি বিপুল পরিমাণ ক্ষতির মুখেও পড়েছে।
এপ্রিলের শুরুতে উস্টারশায়ারের চেয়ারম্যান ফানোস হিরার এক প্রতিবেদনে দাবি করা হয়, দ্য হান্ড্রেডের প্রথম দুই মৌসুমে মোট ৯০ লাখ পাউন্ড লোকসান হয়েছে। এছাড়া ইসিবির অনুদান তো থাকছেই। ইসিবি অবশ্য দাবি করছে ভিন্ন কিছু। তারা বলছে, এখন পর্যন্ত টুর্নামেন্ট থেকে এক কোটি ১৮ লাখ পাউন্ড আয় করেছে তারা।
কিন্তু আগুনে ঘি ঢেলেছে স্কাই স্পোর্টস। ২০২২ সালে বার্ষিক ২২ কোটি পাউন্ডে দ্য হান্ড্রেডের সম্প্রচার স্বত্ব কিনেছিল চ্যানেলটি। ২০২৮ পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ। তবে বছর গড়াতেই জানা গেল, এই চুক্তিতে সন্তুষ্ট নয় স্কাই স্পোর্টসও! দ্য হান্ড্রেডের বিকল্প হিসেবে আরেকটি টুর্নামেন্টের কথা অবশ্য ভেবে রেখেছে ইসিবি। মেইল স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ন্যাশনাল কাউন্টি দলগুলোকে (সাবেক মাইনর কাউন্টি) ১৮টি প্রথম শ্রেণির দলের সঙ্গে যুক্ত করে একটি সম্প্রসারিত প্রতিযোগিতার কথা ভাবছে ইসিবি।
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৯