কেইনের জন্য স্লোগান দিল ইউনাইটেড সমর্থক

Ayesha Siddika | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ - ০১:১০:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : হ্যারি কেইনকে দলে নেয়ার ইচ্ছা অনেক আগে থেকেই দেখিয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। বারবার প্রস্তাব করেও ব্যর্থ হয়েছে তারা। কখনও ক্লাবের সঙ্গে দর-দাম মেলেনি। আবার কখনও কেইন নিজেই ইউনাইটেডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে চলতি মৌসুমে বিষয়টা ভিন্ন।

চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ায়, একজন গোলস্কোরারের অভাবে ভুগছে তারা। জানুয়ারিতে কেইনকে দলে টানতে বড় প্রস্তাবই দিয়েছিল ইউনাইটেড। তবে সে প্রস্তাবে রাজি হয়নি স্পারস কর্তৃপক্ষ। যার ফলে ওয়েগহর্সটকে ধারে নেয় তারা। তবে এবার ধারণা করা হচ্ছে, চলতি মৌসুম শেষেই কেইনের জন্য আরও বড় প্রস্তাব দেবে ইউনাইটেড। আর তাতেই তাকে দলে টানতে পারবে প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দলটি।

এমন গুঞ্জন শোনা যাওয়ার পরই সমর্থকরা আশ্বাস পাচ্ছে ক্লাবের উপর। একজন নিয়মিত গোলস্কোরার দলের শিরোপা জয়ে যে বিরাট ভূমিকা রাখতে পারে তা সমর্থকরা জানেন। তাই গতকাল টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষে ইউনাইটেড সমর্থকরা গেয়ে উঠে, ‘হ্যারি কেইন, জুনে আমরা তোমার অপেক্ষায় থাকব।’

এর মানে সমর্থকরা ভেবেই নিয়েছে, চলতি মৌসুম শেষে কেইন তাদের ক্লাবে যোগ দিচ্ছেন তা নিশ্চিত। তবে আসলেই কি কেইন টটেনহ্যাম ছেড়ে ইউনাইটেডে আসবেন? কারণ, স্পারসদের সঙ্গে কেইনের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত। মানে আরও এক মৌসুম। তার আগেই কি তাকে বড় অর্থ দিয়ে দলে টানবে ইউনাইটেড? তা সময়ই বলে দেবে। 

 

 

কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০৮

▎সর্বশেষ

ad