জোড়া ভূমিকম্পে কাঁপল নেপাল

Ayesha Siddika | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ - ১২:১২:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজুরার দহকোট। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এক টুইটবার্তায় এনসিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথ দফায় এবং রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে।
  
তবে, নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা রাজেশ শর্মা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।  প্রাথমিকভাবে এই ভূমিকম্পে এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

 

 

কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১২

▎সর্বশেষ

ad