বিশ্বের তৃতীয় দল হিসেবে নতুন মাইলফলকে পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ - ১১:৪৬:৫৩ এএম

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাবর আজমরা জিতেছে ৫ উইকেটে। কিউইদের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৯ বল হাতে রেখেই।টসে হেরে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড। তিনে নামা ড্যারিল মিচেল হাঁকান শতক। ১১টি চার এবং এক ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। ৭৮ বলে ৮টি চার এবং ২টি ছক্কায় ৮৬ রান করেন উইল ইয়াং। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮৮ রানের স্কোর পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ দুইটি করে উইকেট পান।

৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। মোহাম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ৮ রানে। এই জয়ের ফলে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান। বিশ্বের তৃতীয় দল হিসেবে ওয়ানডেতে ৫০০ জয়ের কীর্তি গড়ল তারা। এরপর আগে অস্ট্রেলিয়া ও ভারত এই কীর্তি গড়েছে। পাকিস্তান ওয়ানডে খেলা শুরু করেছে ১৯৭৩ সালে। এখন পর্যন্ত ৯৪৯টি ম্যাচ খেলেছে তারা, এর মধ্যে জয় পেয়েছে ৫০০টিতে। অন্যদিকে ৯৭৮ ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছে ৫৯৪টিতে, আর ১০২৯ ম্যাচ খেলে ভারত জিতেছে ৫৩৯টিতে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪৪

▎সর্বশেষ

ad