
স্পোর্টস ডেস্ক : আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। সেখানকার উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ক্যাম্পে যোগ দিয়েছেন প্রথমবারের মতো ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য এক্সাইটিং মোমেন্ট। এর আগে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে এভাবে অনুশীলন করা হয়নি। এটা আমার জন্য অনেক বড় এচিভমেন্ট। আজ অনেক ভালো লাগা কাজ করছিল।’
ইংল্যান্ডের মাটিতে সিরিজ মানেই বাউন্সি উইকেটে খেলা। কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবিলায় অনুশীলনের জন্য টাইগাররা বেছে নিয়েছে সিলেটকে। বাউন্সি ও সুইং নির্ভর উইকেট হওয়ায় ইংল্যান্ডের মাঠের সঙ্গে অনেকটাই মিলে যায় এখানকার মাঠ। মৃত্যুঞ্জয়ও জানালেন, এখানকার ক্যাম্প কাজে দিচ্ছে অনেকটাই। ইংল্যান্ডের মতো সিলেটের উইকেটেও পেয়েছেন বাউন্সের দেখা।
বোলার পরিচয়ের নিচেই চাপা পড়ে গেছে মৃত্যুঞ্জয়ের ব্যাটিং প্রতিভা। টেল এন্ডারে তার ব্যাটিং দলকে দিতে পারে ভরসা। তাই ব্যাটিং নিয়ে আলাদা করে ভাবছেন তিনি। তিনি বলেন, ‘ব্যাটিং নিয়ে আলাদা প্লান আছে। আমার ভালো অলরাউন্ডার হওয়ার ইচ্ছা ছিল। হয়তো বোলিংটা ওভাবে ক্লিক করেছে তাই সবাই বোলার ভাবে। ব্যাটিংটাও ভালো আছে কিন্তু ওইভাবে ক্লিক করতে পারিনি। আশাবাদি আছি, যেদিনই ক্লিক করতে পারব সেদিন ভালো কিছু হবে।’
প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। একাদশে সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয় এখনও। তবে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিই দিলেন মৃত্যুঞ্জয়, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি যদি আমার সেরাটা দিতে পারি তবেই ভালো কিছু আসবে। কিন্তু পারফরম্যান্সের দিকে থেকে সবকিছু খেলোয়াড়ের হাতে থাকে না। কঠোর পরিশ্রম ও আগ্রহটা আমার হাতে আছে। বাদ বাকিটা…আমি চালিয়ে যাই, যদি আল্লাহ লিখে রাখেন তাহলে ভালো কিছু হবে।
কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫২