
ডেস্ক নিউজ : ১৮ এপ্রিল (মঙ্গলবার) প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক ইমামুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সারা দেশের বিদ্যালয়বিহীন এলাকায় নতুন করে স্কুল স্থাপনের আবেদনপত্র নেয়ার বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় বিদ্যালয়ের তালিকাভুক্তির জন্য প্রস্তাবিত বিদ্যালয়/বিদ্যালয়সমূহের আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ ১১ ধরনের তথ্য দিয়ে ১৮ মে-র মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।
আবেদন করতে যেসব তথ্য লাগবে আর যেভাবে আবেদন করতে হবে:
আবেদনের জন্য সরকার নির্ধারিত ১১ ধরনের তথ্য দিয়ে এ আবেদন করতে হবে। এর মধ্যে রয়েছে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির কার্যবিবরণী, কমিটির সুপারিশ, চারদিকের (উত্তর, দক্ষিণ, পশ্চিম ও পূর্ব) প্রাথমিক স্কুলের দূরত্ব ও ছাত্রছাত্রীর সংখ্যা, প্রস্তাবিত বিদ্যালয়ের অবস্থান, দুই কিলোমিটারের মধ্যে কোনো স্কুল রয়েছে কি না, তা উল্লেখ করতে হবে। যদি বিদ্যালয় থাকে তাহলে সে ক্ষেত্রে প্রাকৃতিক প্রতিবন্ধকতা বা অন্য কোনো বিষয় থাকলে তা উল্লেখ করতে হবে। এসব তথ্যের সফট কপি (Excel worksheet-4 Unicode Nikosh BAN ফন্টে পূরণ পূর্বক dirplandpe@gmail.com অথবা adplandpe@gmail.com ঠিকানায় আগামী ১৮ মে-র মধ্যে পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে আরও উল্লেখ করতে হবে, প্রস্তাবিত বিদ্যালয়ের মৌজার সংখ্যা কত এবং বিদ্যালয় এলাকায় প্রাথমিক স্কুলে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা কত, প্রস্তাবিত বিদ্যালয়ের গ্রামে কোনো স্কুল আছে কি না, নিজস্ব জমি আছে কি না, না থাকলে বিকল্প প্রস্তাব কী হবে, জমি পাওয়ার সম্ভাবনা আছে কি না, জমি থাকলে তাতে বিদ্যালয় করার মতো উপযোগী কি না–এসব তথ্যও উপজেলা প্রশাসনের মাধ্যমে অধিদফতরে পাঠাতে হবে।
কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪০